সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুবদলের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে শহরের ঠনঠনিয়া এলাকায় মোহাম্মদ আলী হাসাপাতালের মাঠ থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিক্ষোভ মিছিল সৃষ্টি হয় গণ জোয়ারের। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবাববাড়ি রোডে এসে শেষ হয়।
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন, কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চাঁন, সাংগঠনিক সম্পাদক সহীদ-উন-নবী সালাম, কে.এম. খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, এনামুল হক নতুন প্রমুখ। এছাড়া জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং জেলা যুবদলের অধীনস্থ ২৪টি ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত