নারায়ণগঞ্জের ফতুল্লায় হাত-পা বেঁধে ব্যবসায়ীর বাড়ি থেকে সাত লাখ টাকা এবং ৬০ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতির ঘটনায় ডাকাত সর্দার আব্দুল হালিম ওরফে নাকবোচা হালিমকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শুক্রবার (২৩ মে) সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র্যাব-১১-এর সদর দপ্তরে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (২২ মে) সিদ্ধিরগঞ্জের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল হালিম বরগুনা সদরের তবক এলাকার আলতাফ চৌকিদারের ছেলে।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ২০২৪ সালের ২৭ নভেম্বর ফতুল্লার সস্তাপুর গাবতলার মোড় এলাকায় ব্যবসায়ী রেজাউল করিমের বাসায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার নেতৃত্ব দেন ডাকাত দলের সর্দার হালিম। সেসময় ভুক্তভোগী ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ সাত লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতি করা হয়। পরবর্তীতে এই ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তার আসামি আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের প্রধান। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় মোট ২২টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে ওই অপরাধী ফতুল্লায় গঠিত ডাকাতির কথা স্বীকার করেছেন। তাদের সাজনের একটি সংঘবদ্ধ দল ওই ঘটনা সংঘটিত করে।
গ্রেপ্তার হালিম ২০১২ সাল থেকে এখন পর্যন্ত মোট ১৫টি ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি বরগুনা জেলার বাসিন্দা হলেও দেশের বিভিন্ন প্রান্তে ডাকাতি করাই তার মূল পেশা। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম