বরিশালের ব্র্যাক লার্নিং সেন্টারের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় অংশগ্রহণকারী বক্তারা বলেন, ‘কৃষকদের শুধু প্রকল্প না দেখিয়ে নিজ চেষ্টায় কিভাবে উন্নতমানের ফসলের চাষ করা যায় এ ব্যাপারে ধারণা দিতে হবে। কারণ প্রকল্প নির্ধারিত মেয়াদের পর শেষ হয়ে যাবে। উদ্যোক্তা তৈরি করে তাদের মাধ্যমে নতুন নতুন ফসলের চাষ করে কৃষি বিভাগকে সবার মাঝে পরিচয় করিয়ে দিতে হবে।’
এ সময় তারা আরও বলেন, ‘এলাকাভিত্তিক উৎপাদনে সম্ভাবনা বেশি আছে এমন ফসল চাষে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উন্নত বীজ, লজিস্টিক সাপোর্ট, সার ও প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে সর্বদা প্রস্তুত রয়েছে।’
উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এ প্রকল্পের মাধ্যমে অনেক কৃষক আর্থিকভাবে লাভবান হয়েছেন। অনেক অনাবাদী জমি আবাদযোগ্য হয়েছে। কৃষকরা উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন জাতের ফসল চাষ করে তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। এ ধরনের কর্মশালা দক্ষিণাঞ্চলের কৃষি উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের বাস্তব অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে টেকসই কৃষি নিশ্চিত করা সম্ভব।
বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্রপস উইংয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. হযরত আলী, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আব্দুস সাত্তার, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লাসহ ৭টি জেলা ও উপজেলার কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ