ময়মনসিংহের ভালুকায় ইমাম-উলামা পরিষদ ভালুকা শাখার আয়োজনে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইমাম-উলামা পরিষদ ভালুকা উপজেলা শাখার সভাপতি আল্লামা আব্দুল মাজিদ (দা.বা.) এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আল্লামা মুফতি বশির উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বড় মসজিদের খতিব আল্লামা আব্দুল হক এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান মামুন।
এছাড়াও সম্মেলনে মাওলানা আলমগীর কাসমী, মাওলানা এহছানুল হক, মাওলানা ইয়াছির আরাফাতসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/জামশেদ