ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ৩২ লাখ টাকা মূল্যের মাদকসহ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার বিকেলে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ান।
৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চকবস্তা নামের এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় বিজিবির সদস্যরা। সেসময় মাদক চোরচালানের সময় ৬০কেজি গাঁজাসহ ৭ লাখ ১০ টাকা মূল্যের একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে বিজিবির সদস্যরা। এদিকে কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২৫ লাখ ১৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৮১ হাজার ২০০টি বাজি, বাসমতি চাল, চিনি, জিরা,পন্ডস, বিয়ার, হুইস্কি, গাঁজা। জব্দকৃত মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমসে জমা করা হয়েছে।
৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএম