বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুলিশকে মারধর করে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তিনজন পুলিশকে আহত করে ইয়াবাসহ আটক মাদক বিক্রেতা হাতকড়াসহ পালিয়ে যায়। শুক্রবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম জানিয়েছে। গ্রেপ্তার রিয়াজ ফকির উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী ফকিরবাড়ি গ্রামের ছিদ্দিক ফকিরের ছেলে।
আহত পুলিশ সদস্যরা হলো- এএসআই মামুন হোসেন, কনষ্টেবল কামাল হোসেন ও সাইমুন আল সাকিব। এর মধ্যে কনষ্টেবল দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এএসআই মামুনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে আগৈলঝাড়া উপজেলা পরিষদের উত্তর পাশে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে অভিযান করে পুলিশ। এ সময় ১৬ পিস ইয়াবাসহ রিয়াজ ফকিরকে আটক করা হয়। আটকের তিন পুলিশ সদস্যকে মারধর করে মাদক বিক্রেতা হাতকড়া নিয়ে পালিয়ে যায়। পরে তাকে সকালে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও পুলিশের কর্তব্যকাজে বাঁধা, গুরুতর ও সাধারন জখম করার অভিযোগে পৃথক দুইটি মামলা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়াজকে আটকের পর দুই হাতে হাতকড়া পড়ানো হয়। পরে তাকে পিকআপে উঠানোর সময় কনষ্টেবল কামালের গোপনাঙ্গে ও সাকিবের বুকে আঘাত করে দৌড় দেয়। তখন তাকে ধরতে গিয়ে এএসআই মামুন আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
বিডি প্রতিদিন/এএম