নেত্রকোনার সীমান্তে নৌকায় করে মাদক পাচারকালে বিজিবি’র হাতে জব্দ হয়েছে মালিকবিহীন ভারতীয় মদের বোতল বহনকারী নৌকাটি। দুর্গাপুর সীমান্তের ভবানীপুর বিওপির জোয়ানরা সোমেশ্বরী নদীতে ডিঙ্গি নৌকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৩৮টি বোতল জব্দ করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান শুক্রবার(১৬ মে) দুপুরে ক্ষুদে বার্তায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে দুর্গাপুর সদর ইউনিয়নের ভবানীপুর এলাকায় সোমেশ্বরী নদীতে একটি ডিঙ্গি নৌকায় কিছু পাচার হচ্ছে সন্দেহ ভবানীপুর বিওপির সদস্যরা নৌকাটিকে আটক করে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ ভবানীপুর বিওপি'র ০৭ সদস্যের একটি বিশেষ টহল টিম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫২/১-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দূর্গাপুর উপজেলার সদর ইউনিয়নে সোমেশ্বরী নদী এলাকায় মাদক বিরোধী অভিযানে মালিকবিহীন অবৈধ ২৩৮ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ নৌকাটি জব্দ করে বিজিবি। তিনি আরও জানান, জব্দকৃত মদ এবং নৌকা নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।
বিডি প্রতিদিন/এএম