কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওয়ায় কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি এসসিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে তেল ফসল উৎপাদনকারী সেরা ৫ কৃষককে পুরস্কার প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুলাহ আল মামুন।এসময় জেলা প্রশিক্ষণ অফিসার ড. মোঃ মামুনুর রহমান ও অতিরিক্ত উপ-পরিচালক মো:আসাদুজ্জামানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অনান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য জেলার ৪ উপজেলার মনোনীত ১২৫ জন কৃষক সফল হয়েছেন। তম্মধ্যে ৫ জন সেরা কৃষক হিসেবে নির্বাচিত করে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়।তেলজাতীয় ফসল উৎপাদনে কুড়িগ্রাম জেলাকে স্বয়ংসম্পূর্ণ করতে প্রকল্পটি ২০২০-২০২১ অর্থবছর হতে জেলার কুড়িগ্রাম সদর, উলিপুর, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলায় চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/এএম