গাইবান্ধার পলাশবাড়ীতে নারিকেল ছিঁড়তে গিয়ে গাছ থেকে পড়ে সাবু মিয়া (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব ফরিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পেশায় কৃষক নিহত সাবু মিয়া ওই এলাকার মৃত কাদের গাছুর ছেলে ও ইউপির সাবেক নারী সদস্যা আলেয়া বেগমের স্বামী।
স্থানীয়রা জানান, ওই সময় সাবু মিয়া প্রতিবেশীর একটি গাছে নারিকেল ছিঁড়তে ওঠেন। তখন হঠাৎ পড়ে গিয়ে নাক-কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাবুর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পবনাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য খাইরুল আলম বলেন, লোকমুখে শুনেছি নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে সাবু মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এএম