বাউল গানের কলি ফেসবুকে পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার হওয়া বগুড়ার সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকির জামিন পেয়েছেন। আজ বুধবার (১৪ মে) সকালে বগুড়া কারাগার থেকে বের হন তিনি। এ সময় ফুল দিয়ে বরণ করেন সহকর্মীরা। গ্রেপ্তারের ১০দিন পর তিনি কারামুক্ত হয়েছেন।
এর আগে মঙ্গলবার (১৩ মে) বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তার জামিন মঞ্জুর করেন।
জানা গেছে, শাজাহানপুর উপজেলার খরনা কর্মকার পাড়ার এক ব্যক্তি গত ৪ মে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে। ওই মামলায় সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকিরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়ে উত্তাল হয়ে ওঠে বগুড়ার সাংবাদিক অঙ্গন
বিডি প্রতিদিন/জামশেদ