নাটোরের নলডাঙ্গায় একটি পিকআপের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী শফির মিয়া (৭০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ৯ বছরের শিশু তাজিম।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পিপুলুল-বাঁশভাগ আঞ্চলিক সড়কের কারীপাড়া মাদ্রাসার কাছে দুর্ঘটনাটি ঘটে। নিহত শফির মিয়া উপজেলার বাঁশিলা গ্রামের ইয়ানুচ মিনার ছেলে। আহত শিশু তাজিম একই এলাকার আমির হোসেনের সন্তান।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ধান কাটা শ্রমিক বহনকারী একটি পিকআপ পাবনার দিকে যাওয়ার সময় ব্যাটারিচালিত ভ্যানটিকে চাপা দেয়। এতে শফির মিয়া ঘটনাস্থলেই মারা যান এবং শিশু তাজিম আহত হয়।
তিনি আরও জানান, আহত শিশুটিকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পিকআপটি আটক করা হলেও চালক ও সহকারী পলাতক রয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ