কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমা মুক্তির সঙ্গে সঙ্গে চকলেট বয় হিসেবে তরুণীদের হৃদয় হরণ করে নেন আমির খান। রাতারাতি স্টার হয়ে ওঠেন তিনি। এরপর সময় গড়িয়েছে। এখন তিনি সুপারস্টার। এমনিতে আমির খান খুব বেশি সাক্ষাৎকার দিতেন না।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমির খান জানালেন, ক্যারিয়ারের শুরুতে তার সঙ্গে সাংবাদিকদের খুব ঝামেলা হত।
কারণ জানতে চাইলে আমির বলেন, আসলে আমার অদ্ভুত একটা ধারণা ছিল যে, আমার সঙ্গে সাংবাদিকদের বন্ধুত্ব হলে, সাংবাদিকরা পক্ষপাতদুষ্ট খবর করবেন। আমার কাজ ভালো হয়েছে লিখবেন। আমি জানতেই পারব না আদৌ আমার কাজ ভালো হয়েছে কিনা। তাছাড়া, আমার বাড়ির যা শিক্ষা, তাতে সবার সঙ্গে ভালো ব্যবহার করতাম, তবে বেশি বন্ধুত্ব হলেই মনে হতো আমি সাংবাদিকদের তোষামোদ করছি। তাই জেনে বুঝেই একটু দূরত্ব বজায় রাখতাম। অন্যদিকে, মিডিয়া আমাকে ভুল বুঝতো, তাই ঝামেলা হতো।
প্রসঙ্গত, আমির খানকে মিস্টার পারফেকশনিস্ট বলা হয়, বছরে একটার বেশি সিনেমা করতে দেখা যায় না। যখনই কোনো সিনেমা করেছেন, তার রিসার্চ, নিজের লুক সব বিষয়ে নজর রাখেন। শুধু তাই নয়, শোনা যায়, নিজের সিনেমা দর্শকদের কেমন লাগছে তা বোঝার জন্য মেকআপ নিয়ে হলে দর্শকদের সঙ্গে বসে সিনেমা দেখেন। তার সিনেমা ‘লাগান ‘ মাইলস্টোন হয়ে রয়েছে।
সেই বিষয়ে কথা বলতে গিয়েই আমির খান বলেন, আমি যখন সিনেমাটা করছিলাম, বুঝতেই পারিনি এত ভালো হবে। অনেকে বলেছে এটা কী সিনেমা হচ্ছে, বক্স অফিসে টিকবে না। তবে আমি সিনেমাটা করেছি। কারণ সিনেমাটা করতে উপভোগ করছিলাম। এক্সপেরিমেন্ট হচ্ছে বুঝেই কাজটা নিয়ে ছিলাম। কোনো কাজ আমার ভালো লাগছে কিনা সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি বক্স অফিসের কথা ভেবে কাজ করিনি।
বিডি প্রতিদিন/কেএ