সিলেটের বিশ্বনাথে চুরি-ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গেল দুই মাসে অর্ধশত চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সিরিজ চুরির ঘটনা ঘটেছে ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সম্প্রতি ছিনতাইকারীদেও হাতে প্রাণ হারিয়েছেন এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী। এসব ঘটনা চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে উপজেলাবাসীর মনে।
ভুক্তভোগীদের অভিযোগ, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিষ্ক্রিয়তায় এসব ঘটছে। তবে পুলিশ বলছে, তারা ছিনতাই ও চোরের উপদ্রব প্রতিরোধে সচেষ্ট রয়েছে তারা। তাছাড়া এ ধরনের ঘটনায় অধিকাংশরাই কোন অভিযোগ না দেয়ায় ব্যবস্থা নেয়া দূরহ হয়ে পড়ে।
অনুসন্ধানে জানা গেছে, গেল দুই মাসে ছিনতাইকারীদের হাতে এক ব্যবসায়ী খুন, উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকের গবাদি পশু, বসত বাড়ির নলকূপ, চালকের ব্যাটারিচালিত টমটম, মোটরসাইকেল, বাইসাইকেল, মসজিদের এসি ও ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। সিরিজ চুরি সংগঠিত হয়েছে ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বাদ যায়নি থানা সংলগ্ন আদর্শ প্রাইমারি স্কুলও। এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ওয়াশব্লক, ফ্যান, নলকূপ, মটর খুলে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র।
চলতি মাসের ২০ এপ্রিল সন্ধ্যারাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারান, নিপেশ তালুকদার (৪৫) নামে এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী। উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর গ্রামের পশ্চিমে পাঁচপীরের বাজার এলাকায় নির্জন রাস্তায় তাকে ছুরি মেরে সর্বস্ব লুটে নেয় ছিনতাইকারীরা। সম্প্রতি গবাদি পশু চুরি হয় অলংকারী ও দশঘর ইউনিয়নের ৫ জন কৃষকের। বাউসী গ্রাম থেকে চুরি হয় ব্যাটারিচালিত টমটম। চুরি সংঘঠিত হওয়া প্রাইমারি স্কুল যথাক্রমে, মটুককোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধর্মদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদলপুর-তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজরাই আতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নরসিংহপুর সাজ্জাদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গড়গাঁঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরেরচর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দিগ্রাম এসএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হেকুরেগাঁও পাঠানচক সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সোহেল রানা জানান, সম্প্রতি আমাদের ১৩টি স্কুলে চুরির ঘটনা ঘটেছে। প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানকে থানায় সাধারণ ডায়েরী করতে বলা হয়েছে।
বাতিঘর’র সাবেক সভাপতি, তরুণ সংগঠক গোলাম মোস্তফা বলেন, চুরি-ছিনতাইসহ অপরাধ কর্মকাণ্ড বৃদ্ধি গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। প্রশ্ন দেখা দিয়েছি আমারদের নিরাপত্তা নিয়ে। অপরাধের এই বৃদ্ধি সমাজে বিশৃঙ্খলা তৈরির আগেই প্রশাসানকে জোরালো ভূমিকা রাখতে হবে।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, ‘চুরি-ছিনতাই রোধ ও মানুষের জান-মালের নিরাপত্তায় পুলিশ সব সময় তৎপর রয়েছে। এসব ঘটনার সম্পৃক্ততার অভিযোগে ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল