পঞ্চগড়ে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে পৌরভবন চত্বরে এই কর্মশালার আয়োজন করা হয়। বিকাল সাড়ে চারটায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালায় বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশারফ হোসেন, পল্লি উন্নয়ন সম্পাদক ফরহাদ হোসেন আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজিত কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন। এ উপলক্ষে কর্মশালায় অংশগ্রহণকারী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ