বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পূর্ব কর্নকাঠি গ্রাম থেকে স্বামীর ঝুলন্ত ও খাটে শোয়ানো অবস্থায় স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে দুইজনের লাশ উদ্ধার হয়েছে বলে মহানগর পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।
দম্পতি হলো পূর্ব কর্নকাঠি গ্রামের বাসিন্দা স্বপন হাওলাদারের ছেলে রাহাত হাওলাদার (২৮) ও তার স্ত্রী লামিয়া আক্তার (২১)।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, একতলা ভবনের বাসায় একটি কক্ষে বাবা-মায়ের সাথে স্ত্রী নিয়ে বাস করতো রাহাত। সকাল আটটা পর্যন্ত তারা কক্ষ থেকে বের হয়নি। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে রাহাতকে ঘরের ফ্যানের সাথে ফাঁস দেয়া অবস্থায় এবং স্ত্রী লামিয়াকে খাটের উপর মৃত অবস্থায় পেয়েছে। খবর পেয়ে তারা গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্ত করতে পাঠিয়েছে। ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলতে পারবো না বলেন ওসি।
প্রতিবেশিরা জানিয়েছে, রাহাত লামিয়ার সাথে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ রয়েছে। দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে হত্যার পর রাহাত আত্মহত্যা করেছে।
এ বিষয়ে ওসি রফিকুল ইসলাম বলেন, আমরাও বিষয়টি শুনেছি। কিন্তু সঠিক জানি না। লামিয়ার শরীরে কোন আঘাতের চিহৃ পাইনি। বিষয়টি তদন্ত শেষ হলে সঠিক কারণ বলতে পারব।
বিডি প্রতিদিন/এএম