কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়ায় সীমানা বিরোধকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় এতিম হওয়া চার শিশুর দায়িত্ব নিয়েছে কক্সবাজার জেলা ও উপজেলা জামায়াত ইসলামী।
গতকাল নিহত আব্দুল মান্নানের দুই এতিম সন্তানকে আর্থিক সহায়তা প্রদান করে উপজেলা জামায়াত। একইসঙ্গে, শিশুদের নিয়মিত মাসিক সাহায্য প্রদান করা হবে বলে পরিবারের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল জানান, কুতুপালংয়ের এই ট্র্যাজেডিতে মোট চারজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দুইজনের রয়েছে চার অপ্রাপ্তবয়স্ক সন্তান। পিতা হারানো এই শিশুদের দায়িত্ব নিয়েছে জামায়াত।
তিনি আরও জানান, একই ঘটনায় নিহত মাওলানা আবদুল্লাহ আল মামুনের দুই সন্তানের দায়িত্ব নিয়েছেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
জামায়াত নেতারা জানান, এসব এতিম শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে সংগঠনের পক্ষ থেকে তাদের শিক্ষা ও জীবিকার খরচ নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজিম