বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলার রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল (৫০) কে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মাৎ জাকিয়া পারভীন এ আদেন দেন। নজরুল ইসলাম মন্ডল গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত জালাল মন্ডলের ছেলে।
জানা গেছে, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর গুলিবর্ষণসহ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম গ্রামের মো. শাহজাহান ইসলামের ছেলে শরীফুল ইসলাম বাদি হয়ে ৫৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ওই মামলায় দুই নম্বর আসামি ছিলেন নজরুল ইসলাম মন্ডল।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুর রাজ্জাক বলেন, নজরুল ইসলাম মন্ডল বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
বিডি প্রতিদিন/জামশেদ