বগুড়ায় সরকার নিষিদ্ধ সাড়ে তিন হাজার প্যাকেট পটকা মজুদ রাখার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে পটকা তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে শহরের ভাটকান্দি দক্ষিণপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বগুড়া শহরের মালতীনগর এলাকার শফিকুল ইসলামের ছেলে জুয়েল রানা (৩৩) এবং ভাটকান্দি দক্ষিণপাড়ার মৃত আকবর আলী প্রামানিকের ছেলে হারুন (২৮)।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, পটকা তৈরির বিষয়ে আগে থেকেই তথ্য ছিল। পরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় সাড়ে তিন হাজার প্যাকেট পটকা এবং তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ ১২ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।