ফেনীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত 'এ ও বি' ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের অনুকূলে আর্থিক অনুদানের প্রথম পর্বের চেক বিতরণ, শহিদ পরিবারকে সঞ্চয়পত্র প্রদান প্রদান করা হয়েছে। এছাড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে স্বাস্থ্য কার্ড ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ৫৮ জন জুলাই যোদ্ধার মাঝে বিশেষ অনুদান হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মসূচি বাস্তবায়ন করে জেলা প্রশাসন।
ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার মো: হাবিবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনআসইই) উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, সাংবাদিকসহ আরও অনেকে।
ফেনী জেলা প্রশাসন সূত্র জানায়, ফেনীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ৯ জন শহিদ পরিবারকে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান, তিনজন এ ক্যাটাগরি জুলাই যোদ্ধাকে ২ লক্ষ টাকার চেক এবং ৩০ জন বি ক্যাটাগরি জুলাই যোদ্ধাকে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। এ ছাড়া শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ৫৮ জন জুলাই যোদ্ধার মাঝে বিশেষ অনুদান হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল