ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ভাঙ্গা পৌরসভার ঈদগাহ ময়দানে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলম মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি এম এম হুসেইন।
ভাঙ্গা উপজেলা বিএনপির নেতা মিজানুর মুন্সীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুন্সী মনিরুজ্জামান ও আলীমুজ্জামান, ভাঙ্গা উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম ও এম তৈমুর মুন্সী প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ