ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামের ব্যবসায়ী ছরোয়ার মুন্সীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার বিকেলে সাউতিকান্দা আঞ্চলিক সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ব্যবসায়ী ছরোয়ার মুন্সীকে গ্রাম্য বিরোধের জেরে সন্ত্রাসীরা ২০২৪ সালের ১২ ডিসেম্বর মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ ডিসেম্বর সে মারা যায়। এ ঘটনার পর নিহতের ভাতিজা আওলাদ মাতুব্বর বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। কিন্তু রহস্যজনক কারণে মামলার আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, হত্যার সাথে জড়িত শহিদ দাই, রফিক দাই, ওবায়দুল দাইসহ আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশকে অবহিত করলেও রহস্যজনক কারণে আসামিদের গ্রেফতার করা হচ্ছে না। বর্তমানে আসামিরা মামলা তুলে নিতে নিহত ছরোয়ার মুন্সীর স্ত্রী, ছেলে-মেয়েকে অব্যাহত হুমকি দিয়ে আসছে। তাদের অভিযোগ, ছরোয়ার মুন্সী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার এসআই রাকিবকে ম্যানেজ করে আসামিরা চার্জশিট থেকে তাদের নাম বাদ দিতে অপচেষ্টা চালাচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনসহ উধ্বর্তন কতৃপক্ষের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।
নিহতের স্ত্রী মাজেদা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। তিনি বলেন, স্বামীকে হারিয়ে আমি দুই ছেলে ও এক মেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করছি। আমাদের সংসার চালানো এখন কষ্টকর হয়ে গেছে। তাছাড়া আসামিরা মামলা তুলে নিতে নানাভাবে হুমকি প্রদান করছে। ফলে পরিবার নিয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
বিডি প্রতিদিন/জামশেদ