কক্সবাজারের উখিয়ায় পাচারের সময় ৩০ হাজার ইয়াবাসহ মো. আবদুল হক (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উখিয়া ব্যাটালিয়ন ৬৪-বিজিবি।
বুুধবার (২৬ মার্চ) রাতে উপজেলার পালংখালীর লেদা বাজার এলাকা থেকে এসব ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর জামতলি এলাকার মৃত আব্দুল ছালামের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, মিয়ানমার সীমান্তবর্তী উপজেলার পালংখালীর লেদা বাজার নামক স্থানে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। এ বিষয়ে মাদক আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ