ফরিদপুরের ভাঙ্গায় শিরিনা বেগম (২৫) নামক এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বুধবার (২৬মার্চ) সকাল বেলা সাড়ে এগারোটার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পুলিয়া গ্রামে ওই গৃহবধূর স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি ওই গ্রামের সোহেল মিয়ার স্ত্রী এবং মাদারীপুর জেলার শিবচর উপজেলার সিরাইল ইউনিয়নের সাদেকাবাদ গ্রামের সরো মাতুব্বরের মেয়ে। শিরিনা বেগম এক ছেলে ও এক মেয়ের মাতা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শিরিনা বেগমকে তার শ্বশুরবাড়ির লোকজন বুধবার সকাল সাড়ে আটটার দিকে রান্নাঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। পরে তাকে সেখান থেকে নামানো হয়। এ সময় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ভাংগা থানার উপ-পরিদর্শক মো. মোশাররফ হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে ভাঙ্গা উপজেলার পুলিয়া গ্রাম থেকে শিরিনা বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই গৃহবধূর বাবা সরো মাতুব্বর বাদী হয়ে ভাংগা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। পোস্টমর্টেম রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/জামশেদ