সুনামগঞ্জের ছাতকে ট্রাক-মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
আজ রবিবার বিকালে ছাতক শহরতলীর সুরমা সেতু গোলচত্বর সংলগ্ন ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের হুমায়ুন রশিদ ও শাহিন মিয়া। গুরুতর আহত ব্যক্তি লম্বাহাটি গ্রামের হুসাইন আহমেদ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে ছাতক সুরমা সেতু গোলচত্বর সংলগ্ন ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে মোটর সাইকেল, ড্রাম ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহত দুইজন ছিলেন মোটরসাইকেলের আরোহী।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা