অপহরণের ৬ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজারের মোবাইল ব্যবসায়ী নয়ন চন্দ্র দাস (২৬) কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার ভোররাতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করাহয়। এ ঘটনায় অপহরণকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজারে অপহৃত নয়ন চন্দ্র দাসের একটি মোবাইল সার্ভিসিং এর দোকান আছে। প্রতিদিনের মতো গত রবিবার (১৬ মার্চ) সকালে দোকানে যায় নয়ন। পরে বাজারের অন্য ব্যবসায়ীদের দেয়া তথ্য ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, নয়ন দোকানে যাওয়ার পরই অপরিচিত দুজন লোক মাইক্রোবাস নিয়ে বাজারে আসে। নয়নের নাম ধরে জিজ্ঞাসাবাদ করে সে নয়ন কিনা। পরে অজ্ঞাত পরিচয়ধারীরা নিশ্চিত হয়ে দোকানের সামনে থেকে নয়নকে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর থেকে নয়নের আর খোঁজ মেলেনি। এর মধ্যে রবিবার রাত ১০ টায় অপহরণকারীরা মোবাইল ফোনে মুক্তির জন্য নয়নের মায়ের নম্বরে ফোন দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সোমবার সকাল ১০ টার মধ্যে টাকা না দিলে নয়নকে জীবিত অবস্থায় ফেরত দেওয়া হবে না বলে হুমকি দেয় অপহরণকারীরা।
এদিকে এ ঘটনার পর থেকে নয়নের পরিবারে অজানা আতঙ্ক বিরাজসহ পরিবারের সদস্যরা বার বার কান্নায় মুর্ছা যাচ্ছিলেন। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অপহরণের শিকার নয়ন চন্দ্র দাসকে উদ্ধারে অভিযানের নামে পুলিশ। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে যাত্রাবাড়ী থেকে অভিযান চালিয়ে নয়নকে উদ্ধার করাহয়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে অপহরণকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডি প্রতিদিন/জামশেদ