পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় পর্যায়ে ১০ জন শিক্ষার্থী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে। এর মধ্যে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ জন, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ২ জন এবং নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী এ সম্মাননা লাভ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩ সালের জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়নে বরিশাল বিভাগের মধ্যে কলাপাড়া উপজেলা সেরা পারফরম্যান্স করেছে। পর্যালোচনায় দেখা যায়, বাংলাদেশের ৬৯৭ জন শিক্ষার্থী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে, যার মধ্যে কলাপাড়ার ১০ শিক্ষার্থী এই স্বীকৃতি লাভ করে।
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উপজেলা স্কাউটের সাবেক সম্পাদক মো. নূরুল হক বলেন, "এই কৃতি শিক্ষার্থীরা প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের জন্য কঠোর অনুশীলনের মধ্য দিয়ে প্রস্তুতি নিয়েছে।"
উপজেলা স্কাউটস’র এডহক কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান বলেন, "উপজেলা স্কাউটস সভাপতিসহ কমিটির অন্যান্য সদস্যদের নিরলস পরিশ্রমের ফসল হিসেবে এই অর্জন এসেছে। উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি মো. রবিউল ইসলাম বলেন, "উপজেলা পর্যায়ে ১০ জন শিক্ষার্থী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি। উপজেলা স্কাউটসের উন্নয়নে অতীতের মতো ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।"
বিডি প্রতিদিন/আশিক