রংপুরে সাড়ে তিন বছরের শিশু ধর্ষণচেষ্টা মামলায় আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে আনোয়ারকে আদালতের নেয়া হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বুধবার সকালে গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাসিন্দা ওই শিশুটিকে তার মা বাড়িতে রেখে কাজের জন্য পাশের এলাকায় যায়। প্রতিবেশী আনোয়ার হোসেন শিশুটিকে একা পেয়ে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। শিশুটির বড় বোন আনোয়ারকে পাওনা টাকা ফেরত দিতে গিয়ে দেখে তার ছোট বোন ও আনোয়ার বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। এ সময় শিশুটির বড় বোনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। দুপুরে ওই শিশুটির মা ৯৯৯ এ ফোন করে পুলিশে খবর দেয়। পুলিশ আনোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় মামলা দায়ের করেছেন।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, ঘটনার বিষয়ে শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ