মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের অপরাধে ৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এদের মধ্যে একজনকে ২ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের এবং ৩ জনকে ৫০ হাজার টাকা জরিমানা ও দেড়মাসের কারাদণ্ড প্রদান করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল্লাহ ইমরান।
তিনি জানান, গতকাল বুধবার দিবাগত রাত ১১ টা থেকে আজ বৃহস্পতিবার ভোর ৪ টা পর্যন্ত উপজেলার পদ্মা নদীতে অভিযান চালান। এ সময় পদ্মাবক্ষে অবৈধ বালু উত্তোলনকালে ৪ জনকে আটক করেন। পরে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালতে আটক আনোয়ার শেখকে ২ লাখ জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড প্রদান করে।
এছাড়া আবু তালেব, মো. সাব্বির ও মো. পারভীজকে ৫০ হাজার টাকা জরিমানা ও দেড়মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ