ঈদ সামনে রেখে কসমেটিকের ব্যাপক চাহিদা পূরণ করতে এক ধরনের অসাধু ব্যবসায়ীরা বিক্রি করছেন বিভিন্ন নিষিদ্ধ কসমেটিক পণ্য। এই অপরাধে মেহেরপুর শহরের চার কসমেটিক দোকানদারকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান আজ বুধবার দুপুরে শহরের বড় বাজারে এই অভিযান পরিচালনা করেন।
কসমেটিক দোকানগুলোতে আইন অমান্য করে বিক্রি নিষিদ্ধ কসমেটিক বিক্রিসহ নানা দৃশ্যমান অপরাধ ধরা পড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযানে। চার দোকানদারকে দোষী সাব্যস্ত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২০০৮এর বিভিন্ন ধারায় ৪২ হাজার টাকা জরিমান আদায় করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ আহমেদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর প্রতিনিধি তামিম হাসান।
বিডি প্রতিদিন/জামশেদ