খাগড়াছড়িতে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৫ জন অসহায় নারী-পুরুষকে যাকাতের নগদ অর্থ প্রদান করা হয়।
খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এসব নগদ অর্থ তাদের হাতে তুলে দেন। এসময় তাদের ৯০ হাজার টাকা প্রদান করা হয়।
যাকাতের অর্থ বিতরণ কালে পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মো. আনোয়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ