পটুয়াখালীর কলাপাড়ায় মূল্য তালিকা না থাকা এবং পণ্যের গায়ে উৎপাদন মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকার কারণে চার ব্যবসায়ীকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার দুপুরে পৌরশহরের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলার উপ-পরিচালক শাহ মো.সোয়াইব মিয়া অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এ সময় তার সহযোগী হিসেবে ছিলেন কলাপাড়া উপজেলা সেনেটারী কর্মকর্তা মৃনাল চন্দ্র দেবনাথ সহ পুলিশ সদস্যরা।
পটুয়াখালী জেলার উপ-পরিচালক শাহ মো.সোয়াইব মিয়া বলেন, বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/নাজমুল