বাগেরহাট পৌর সভায় দীর্ঘ দেড় যুগ ধরে সরবরাহকৃত পানি সংকটের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে ক্ষুব্দ পৌরবাসি।
আজ সোমবার (১৭ মার্চ) সকালে বাগেরহাট পৌরসভার প্রধান ফটকের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা সুজন সাধারণ সম্পাদক এ কে এ হাসিব, বিএনপি নেতা শহিদুজ্জামান ভুট্ট, জাহিদ হাসান পলাশ, পারিজাত কাজল, নাহিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা দীর্ঘ দেড়যুগ ধরে সরবরাহকৃত পানি সমস্যায় ভুগছেন দাবি করে বলেন, তারা দৈনন্দিন কাজে ব্যবহারযোগ্য পানি পাচ্ছেন না। এখন রোজার মাসে ঠিকমত পানি সরবরাহ না করায় ভোগান্তির শেষ নেই। বক্তারা দ্রুত পানি সমস্যার সমাধানের দাবি জানান।
বিডি প্রতিদিন/জামশেদ