মেহেরপুরে ৯ বছরের শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল ও পারভীন সুলতানার বার কাউন্সিলের সনদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা। আজ রবিবার (১৬ মার্চ) সকালে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ধর্ষণকারীদের রক্ষার উদ্দেশ্যে মামলার বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের মধ্যে যোগসাজশে মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চক্রান্ত চলছে। তারা এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সেইসঙ্গে মামলার মূল বিষয়কে আড়াল করতে জড়িত আইনজীবী জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. কামরুল ইসলাম ও পারভীন সুলতানার সনদ ২৪ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানায়। তাদের সনদ বাতিল না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রনেতা নাসিম, মুন্না, বিপ্লব, গাফফারসহ প্রতিবাদী ছাত্র-জনতা।
বিডি প্রতিদিন/জামশেদ