ধর্ষণের ফলে আট বছরের শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যুর পরও ধারাবাহিকভাবে সারাদেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় এবার ধর্ষকদের বিরুদ্ধে লাঠি মিছিল করেছে ছাত্র-জনতা।
আজ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে মাথায় কালো কাপড় বেঁধে ধর্ষকদের বিরুদ্ধে পৌর লাঠি মিছিলটি বের হয়। এ সময় বিচারের দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা। মিছিল শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে তারা। সভার সভাপতিত্ব করেন ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের সভাপতি নজরুল ইসলাম। বক্তব্য রাখেন শিক্ষার্থী মাহবুব আলম নাইম, রবিউল ইসলাম অন্তর, নাজমুস সাকিব, মেহেদী হাসান রাতুল প্রমুখ।
বক্তারা বলেন, ধর্ষণেরর ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে নারীদের সামাজিক সুরক্ষা বৃদ্ধিতে প্রশাসনকে মাঠ পর্যায়ে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। হঠাৎ নারীদের উত্যক্তকরণ, খুন, ডাকাতি চুরি বেড়ে যাওয়ায় প্রশাসনকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কঠোর হওয়ার দাবি জানিয়ে ছাত্র জনতা এ ধর্ষণবিরোধী লাঠি মিছিল বের করে।
বিডি প্রতিদিন/জামশেদ