জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম, অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুনসহ বগুড়ার বিভিন্ন নির্বাচন কর্মকর্তারা।
মানববন্ধনে কর্মকর্তারা বলেন, জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে সরিয়ে নতুন কমিশনের অধীনে নেওয়ার পরিকল্পনার প্রতিবাদে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি। দাবি না মানা হলে আমরা কেন্দ্র ঘোষিত পরবর্তী কর্মসূচিতে অংশ নেব।
বিডি প্রতিদিন/এমআই