টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য নামমাত্র মূল্যে ১০ টাকায় ইফতার বিক্রির উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন ও যুবদের জন্য ফাউন্ডেশন। রমজানমাস জুড়ে জেলা শহরের বিভিন্ন স্থানে ৭০ টাকার ইফতার সামগ্রী মাত্র ১০ টাকায় বিক্রি করে আসছে সংগঠনটি।
১০ টাকার ইফতারে খেজুর, মুড়ি, ছোলা, পিয়াজু, বেগুনী, আলুর চপ, জিলাপী ও এক বোতল খাবার পানি রয়েছে। অভিনব এ উদ্যোগে খুশি খেটে খাওয়া মানুষেরা।
১০ টাকায় ইফতার পেয়ে উচ্ছ্বসিত বস্তির মর্জিনা বেগম। তিনি বলেন, গরীব হওয়ায় ভাল মন্দ ইফতার করতে পারি না। ১০ টাকায় ইফতার কিনেছি আজ। প্রতিদিন এমন আয়োজন করা উচিত।
ভিক্ষুক আসলাম মিয়া বলেন, আমি শারীরিক প্রতিবন্ধী। প্রতিদিন ঠিকমত ইফতার করা হয় না। এত খাবার ১০ টাকায় কিন্যা খুব খুশি আমি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত মানুষ ছাড়াও মাদ্রাসা, এতিমখানা, দুর্গম চর এবং বস্তিতে এবার ইফতার আয়োজন করা হবে। এছাড়া ঈদের আগে দুস্থ পরিবারের মাঝে দেয়া হবে ঈদ বাজার।
ইফতার বিক্রি আয়োজনে সংগঠনের সদস্য আলফি তালুকদার, তৌহিদুল সাদাত, রাব্বি খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ