বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থাতা কামনা করে বগুড়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) শহরতলী বনানী তালহা ক্বওমী হাফিজিয়া মাদ্ররাসায় ও এতিম খানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য নিরাপদ। বিএনপির সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকার বিএনপির উপর নির্যাতন করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ গড়ার জন্য ৩১ দফার কর্মসূচি দিয়েছেন। ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে বাংলাদেশের সকল মানুষের দাবি-দাওয়া পূরণ হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট রাফি পান্না, জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহেদ মুরাদ, সদস্য এ্যাডভোকেট আব্দুল মতিন মন্ডল, বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, আলীমুন রাজী তরুণ, সৈয়দ আব্দুল গফুর দারা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, আতিকুজ্জামান সজীব, কায়রুজ্জামান জিয়া, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল রানা সুমন, তালহা ক্বওমী মাদ্রাসার পরিচালক জাকির হোসেন, ইব্রাহীম, আতিকুল হোসেন বিপুল, কিসু, মোহন, খোরশেদ, শাহিনুর, হাসানুজ্জামান পলাশ, মহিদুল বারী মুন্না, শিমুল ইসলাম জকি, অভি প্রমুখ।
ইফতার পূর্বে বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ