মাগুরায় শিশু ধর্ষণসহ সারাদেশে ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে ও ধর্ষকের সর্বোচ্চ শান্তির দাবিতে ফেনীতে প্রতিবাদ ও কুশপুত্তলিকা দাহ হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে ফেনী সদর হাসপাতালে নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা এই প্রতিবাদ সমাবেশ করে।
ধর্ষকের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, জেগেছে রে জেগেছে বাঘিনীরা জেগেছে, ধর্ষকের শান্তি মৃত্যু স্লোগান সম্বলিত প্লে কার্ড হাতে দাঁড়ায় শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা।
সমাবেশে নারী শিক্ষার্থীরা বলেন, 'নারীকে নারী হিসেবে না, মানুষ হিসেবে ভাবুন। আমরা ভয়ে থাকি কখন কে আমাদের শরীরে তার কালো হাত দেয়। আমরা আমাদের নিরাপত্তা চাই। আমরা চাই না বাইরে বের হলেই আমাদের ওপর কেউ লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকুক। আমরা ধর্ষকদের এমন শাস্তি চাই যা দেখে অন্যদের এই কাজ করতে বারবার ভাবতে হয়।'
প্রতিবাদ সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করে।
বিডি প্রতিদিন/মুসা