সন্তানকে ভালো বেতনে চাকুরি দেয়ার প্রলোভনে সৌদি আরবে নিয়ে মুক্তিপণের দাবিতে আটকে নির্যাতন করার অভিযোগে মামলা করেছেন মা।
রবিবার বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন বরিশালের গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের বাসিন্দা কালা চাঁন সরকারের কন্যা লাভলী আক্তার। ট্রাইব্যুনালের বিচারক সোহেল আহমেদ মামলায় আনা অভিযোগ তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার বিবাদীরা হলেন সৌদি প্রবাসী নোয়াখালীর সেনবাগ ঢলুয়া এলাকার বাসিন্দা সাহাবউদ্দিন, তার স্ত্রী জরিনা বেগম, ছেলে শাখওয়াত ও ঢাকা পুরানা পল্টনের নওয়াব আলী টাওয়ারের আবুল হোসেন।
মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, লাভলী আক্তারের ২৪ বছর বয়সী ছেলে মাসুদ মুন্সী বেকার ছিলো। এই সুযোগে তাকে ভালো বেতনে সৌদি আরবে নেয়ার প্রস্তাব দেয়। প্রস্তাবে সাড়া দিয়ে চুক্তি অনুযায়ী সাড়ে ৪ লাখ টাকা দেয়া হয়। পরে ২০২৪ সালের ১৪ ডিসেম্বর মাসুদকে সৌদি আরবে নেয়। সেখানে তাকে কোন কাজ না দিয়ে আটকে রেখে নির্যাতন করে। পরে তাকে দেশে ফেরত পাঠানোর জন্য পাঁচ লাখ টাকা দাবি করে। এক লাখ টাকা দেয়ার পর ছেলেকে দেশে ফেরত পাঠায়নি। বাকি টাকা না দিলে মাসুদকে হত্যা করার হুমকি দিয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল