পটুয়াখালীর কলাপাড়ায় ১০ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে এনসান গেদু (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে এনছান মৃধার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, বর্তমানে শিশুটি অসুস্থ থাকায় চিকিৎসা শেষে পরিবারের কাছে দেওয়া হয়েছে। এ ঘটনায় গ্রেফতার একমাত্র আসামি এনছান ওরফে গেদুকে আদালতে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই