পবিত্র মাহে রমজান উপলক্ষে পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছেন ময়মনসিংহ জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট আনোয়ার আজিজ টুটুল।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে ভালুকা উপজেলা ধীতপুর, টুংড়াপাড়া, রাজশাহীপাড়া ও ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এত হাজার মানুষক ও রোজাদারের হাতে ইফতার তুলে দেন তিনি। এসময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এডভোকেট আনোয়ার আজিজ টুটুল বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনার বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য এই উদ্যোগ। তাছাড়া রমজান হলো ত্যাগ ও সহমর্মিতার মাস। মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ইফতার বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া স্থানীয়রা জানান, প্রতিদিন কাজ শেষে বাড়ি ফেরার পথে অনেকেই ইফতার নিয়ে দুশ্চিন্তায় থাকেন। এমন সময়ে এই উদ্যোগ তাদের জন্য স্বস্তির ছিল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ