৫ আগস্টের চেতনাকে ধারণ করে সুষ্ঠু নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
ডা. তাহের বলেন, আজকে বাংলাদেশের রাজনীতিতে দৃঢ়তা কাজ করছে। এটি হওয়ার কথা ছিল না। ১৯৭১ সালে হাজার হাজার মানুষের আত্মত্যাগের বিনিময়ে একটি মানচিত্র পেয়েছি। কিন্তু প্রকৃত স্বাধীনতা পায়নি। ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দেশ আবারো স্বাধীন হলো। কিন্তু দুঃখের বিষয় কয়েক মাসের ব্যবধানে সেটিও হারিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বিগত ৫৪ বছরের রাজনীতিতে ও সংবিধানে নির্বাচন পদ্ধতির যে জঞ্জাল তৈরি হয়েছে, তা সংস্কার অতি প্রয়োজন। ৫ আগস্টের চেতনাকে ধারণ করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। অন্তবর্তী সরকারের কাছে প্রয়োজনীয় বিধি-বিধান পরিবর্তন করে সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, সাবেক সেক্রেটারি শাহ মো: মিজানুর রহমান, পৌরসভার আমির মুহাম্মদ ইব্রাহিম, উপজেলা সহকারী সেক্রেটারি আবদুর রহিম, পৌর নায়েবে আমির কাজী এয়াছিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
বিডি প্রতিদিন/নাজিম