চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে জিহাদ শেখ নামে এক ভারতীয় চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
আটককৃত জিহাদ শেখ ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার চুরি অনন্তপুর দুইশ বিঘী গ্রামের ছানাউল শেখের ছেলে।
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে কিরণগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন সীমান্ত পিলার ১৭৯ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর নামক স্থান থেকে সুজন মিয়া নামে বাংলাদেশের এক চোরাকারবারীর কাছে চোরাই পণ্য হস্তান্তরের সময় তাকে আটক করা হয়। এ সময় সুজন পালিয়ে যায়, বর্তমানে সে পলাতক রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল