দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বুধবার দিনাজপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতাররা হলেন ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান (৬৫) ও একই ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলাম (৬০)।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৪ আগস্ট বিকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মিছিল নিয়ে ঘোড়াঘাট পৌর শহরের বাসস্ট্যান্ডে এলাকায় যায়। সেখানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। সেই সাথে যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানঘরে অগ্নিসংযোগ করা হয়। পরে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য শহীদ শেখ বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৪০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে দায়ের মামলায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিদের বুধবার দিনাজপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ