জামালপুর শহরে যানজট, জলাবদ্ধতা এবং বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে শহরের একটি রেস্তোরাঁয় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম-এমএএফের আয়োজনে কর্মশালায় এমএএফের ভারপ্রাপ্ত সভাপতি সেলিনা বেগমের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন। এ সময় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ময়মনসিংহ জোনের নার্গিস আক্তার, সচেতন নাগরিক কমিটি-সনাকের সভাপতি শামীমা খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, সাংবাদিক হাফিজ রায়হান সাদা, জাহাঙ্গীর সেলিম, এমএএফের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাছ প্রমুখ।
বক্তারা শহরের যানজট, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি পৌরসভার নাগরিকদেরও সচেতন করতে বিভিন্ন ক্যাম্পেইনসহ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আহবান জানান।
বিডি প্রতিদিন/এএ