খাগড়াছড়িতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের নিয়ে অবহিতকরণ সভা করে খাগড়াছড়ি জেলা ইউনিট।
এ সময় খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার আব্দুল গণী মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইকোসেক প্রকল্প কর্মকর্তা কাজী ইমদাদুল হক, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সমির মল্লিকসহ জেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় তিন পার্বত্য চট্টগ্রামে আইসিআরসি এর আর্থিক সহযোগিতায় খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট সমূহে আগত শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের সেবায় কাজ করে যাচ্ছে এবং এ সেবা আগামীতেও খাগড়াছড়ি ইউনিটের পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে জানান ইউনিট কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/জামশেদ