কৃষকের ফসলের লাভজনক দাম নিশ্চিত করা, সার-বীজ, কীটনাশকসহ সকল কৃষি উপকরণের দাম কমানো, ক্ষেতমজুরদের সারাবছরের কাজের নিশ্চয়তা,ভূমিহীনদের পুনর্বাসন, আর্মি-পুলিশের রেটে রেশনসহ ১৯ দফা সংস্কারের পুস্তাব নিয়ে রবিবার টাউনহল মাঠে বাংলাদেশক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক কমরেড আহসানুল আরেফিন তিতুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অজিত দাসের সঞ্চালনায় কনভেনশনে বক্তব্য রাখেন ভাষাসৈনিক মোহাম্মদ আফজাল,বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা ঋতু,বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক এড.নিলুফার ইয়াসমিন শিল্পী,বাংলাদশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের রংপুর জেলার আহবায়ক আনোয়ার হোসেন বাবলু, গাইবান্ধা জেলার সভাপতি আহসানুল হাবীব সাঈদ, কিশোরগঞ্জ জেলার সংগঠক আলাল মিয়া, নীলফামারী জেলার নেতা রফিকুল ইসলাম, ময়মনসিংহ জেলার সংগঠক আব্দুর রাজ্জাক, আলুচাষী সাইফুল ইসলাম, আখচাষী রবিউল ইসলাম প্রমুখ।
এসময় বক্তরা বলেন, ২০২৪ এর গণ-অভ্যুত্থানে হাজারো ছাত্র জনতার আত্মদান ও রক্তের বিনিময়ে আবারও বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের আকাঙ্খা তৈরি হয়েছে। সবচেয়ে বেশি শোষণ বৈষম্যের শিকার কৃষক ক্ষেতমজুরদের আশা আকাঙ্খাকে বাস্তবায়িত না করে বৈষম্যহীন দেশ নির্মাণ সম্ভব নয়। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে কৃষি সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে কৃষকের স্বার্থের পরিপূরক কৃষি খাত সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে হবে।
বিডি প্রতিদিনএএ