৭ম জাতীয় সমাজ উন্নয়ন ক্যাম্পে (কমডেকা) দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে স্কাউটরা। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং- শ্লোগানে গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে যমুনা নদীর তীরে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ডপয়েন্টে শুরু হয় ক্যাম্প। আজ শনিবার সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান স্কাউটদের এ শপথ বাক্য পাঠ করান।
এছাড়াও দুর্নীতির বিরুদ্ধে রোভার স্কাউটদের শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়।
এরপর কমডেকার ভিলেজ ও সাব-ক্যাম্প এবং কমিউনিটি ডেভেলপমেন্ট ভিলেজের স্টলগুলো পরিদর্শন করেন টিআইবির নির্বাহী পরিচালক। এ সময় তিনি কমডেকায় অংশ নেওয়া দেশের সকল অঞ্চল থেকে আসা ছেলে-মেয়েরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা, পারস্পরিক ধ্যান-ধারণা ও স্বপ্ন বিনিময়, বন্ধুত্ব তৈরি, বিভিন্ন প্রতিযোগিতা ও চ্যালেঞ্জে অংশগ্রহণের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে শক্ত জনমত তৈরিতে প্রচেষ্টা চালাবে বলে আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে স্কাউটসের এডহক কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, ভিলেজ চিফ লুৎফুননেছা শিরিন, পরিচালক মাহফুজা পারভীন, উপ-পরিচালক হামজার রহমান শামীম, টিআইবির পরিচালক মো. তৌহিদুল ইসলাম ও জাফর সাদিক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, স্কাউটের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল জন্মদিন উপলক্ষে কমডেকায় ‘স্কাউট ফাউন্ডার ডে’ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে ভিলেজগুলোতে পতাকা উত্তোলন ও কেক কেটে দিবসটি পালন করা হয়। ১৯৩৭ সাল থেকে স্কাউটরা এ দিবসটি পালন করে আসছে।
বিডি প্রতিদিন/জামশেদ