রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও ২ নারী যাত্রীকে শ্লীলতাহীন ঘটনায় অভিযোগ না নেওয়াসহ দায়িত্বে অবহেলার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজুল ইসলামকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জ উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান।
ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানীর ঘটনায় ভুক্তভোগীরা থানায় সেবা নিতে গিয়ে কাঙ্ক্ষিত সেবা পায়নি বলে প্রতীয়মান হয়েছে। একারণে তাকে প্রত্যাহার করে নাটোর পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। ওসির দায়িত্বে অবহেলার কারণে বিষয়টি ধীরে ধীরে জটিল আকার ধারণ করেছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছেন। আশা করছেন দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন হবে।
বিডি প্রতিদিন/মুসা