শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বইমেলায় ২৪টি বইয়ের স্টল নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
এসময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ খাগড়াছড়ির প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে পৌর টাউন হল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল